দেশজুড়ে.কম একটি বহুল প্রচারিত ও পাঠক নন্দিত দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন গণমাধ্যম। হলুদ সাংবাদিকতার প্রভাব-মুক্ত ও মানসম্মত সংবাদ পরিবেশন করে বিগত দিনগুলোতে লাখ লাখ পাঠকের মন জয় করেছে। নানা মতের নানা আদর্শের বিভিন্ন শ্রেণীর ও পেশার অসংখ্য ভিজিটর নিয়মিত ভিজিট করছে এই নিউজ পোর্টালটি।
বাণিজ্যিক বিজ্ঞাপনে বিশাল ছাড়ঃ
দেশজুড়ে.কম ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের প্রচার ও প্রসারের লক্ষ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এখন থেকে এই পোর্টালে বিভিন্ন উদ্যোক্তাগন তাদের প্রতিষ্ঠান কিংবা উৎপাদিত পণ্যের প্রচারে ৫০% ছাড়ে বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন।
আমরা আশাবাদী, আপনার জন্য আমাদের এই বিশাল ত্যাগ আপনার লক্ষ্য অর্জনের পথে সহায়ক ভূমিকা পালন করবে।
Location | Size(Pixel) | Total Pixel | Rate (Tk) | Total Tk (Monthly) |
Spot #01 | 230 X 110 | 25300 | 2 | 50,600 |
Spot #02 | 237 X 119 | 28203 | 2 | 56,406 |
Spot #03 | 227 X 100 | 22700 | 2 | 45,400 |
Spot #04 | 221 X 119 | 26299 | 2 | 52,598 |
Spot #05 | 217 X 100 | 21700 | 2 | 43,400 |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের চার্জঃ
যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার/তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেশজুড়ে.কম এ প্রচার করতে পারবেন। এ ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাকে এককালীন প্রতিটি বিজ্ঞাপনের জন্য ৫,০০০/- টাকা হারে প্রদান করতে হবে। বিজ্ঞাপনটি ১ বছরের জন্য আর্কাইভ করা থাকবে।
বিষয়ভিত্তিক বিজ্ঞাপন প্রচারের চার্জঃ
একজন বিজ্ঞাপনদাতা বিষয়ভিত্তিক বিজ্ঞাপন, যেমন- হারানো বিজ্ঞপ্তি, বাড়িভাড়া, আবশ্যক, পাত্র-পাত্রী, ক্রয় বিক্রয় ও ব্যক্তিগত সহ যে কোনো বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন। এ ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাকে এককালীন প্রতিটি বিজ্ঞাপনের জন্য ২,০০০/- টাকা হারে প্রদান করতে হবে। বিজ্ঞাপনটি ১ বছরের জন্য আর্কাইভ করা থাকবে।
প্রতিবাদ প্রচারের চার্জঃ
দেশজুড়ে.কম প্রকাশিত কোনো খবরের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্যসহ প্রকাশ করতে কোনো টাকা-পয়সা লাগে না, কিন্তু প্রতিবেদকের বক্তব্য ব্যতিরেকে এক তরফাভাবে বিজ্ঞাপন আকারে প্রচার করতে চাইলে সেক্ষেত্রে দেশজুড়ে.কম কে বিজ্ঞাপনদাতা এককালীন প্রতিটি প্রতিবাদ বিজ্ঞাপনের জন্য ৫০,০০০/- টাকা হারে প্রদান করবেন। এই প্রতিবাদ বিজ্ঞাপনগুলো ৩ বছরের জন্য আর্কাইভ করা থাকবে।
দেশজুড়ে.কম প্রকাশিত হয়নি, বরং অন্য কোনো মিডিয়ায় প্রচার হয়েছে এমন কোনো সংবাদ, ইত্যাদির প্রতিবাদ দেশজুড়ে.কম প্রচার করতে চাইলে বিজ্ঞাপনদাতাকে এককালীন প্রতিটি প্রতিবাদ বিজ্ঞাপনের জন্য ২০,০০০/- টাকা হারে প্রদান করতে হবে। এই প্রতিবাদ বিজ্ঞাপনগুলো ৫ বছরের জন্য আর্কাইভ করা থাকবে।
এছাড়া একজন বিজ্ঞাপনদাতা অন্য কোনো বিষয়, যেমন- বৈষম্যের প্রতিবাদ, ষড়যন্ত্রের প্রতিবাদ, গিবত-বদনাম-অপবাদের প্রতিবাদ, মিথ্যা মামলার প্রতিবাদ, হয়রানির প্রতিবাদ দেশজুড়ে.কম এ প্রকাশ করতে পারবেন। এ ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাকে এককালীন প্রতিটি বিজ্ঞাপনের জন্য ১০,০০০/- টাকা হারে প্রদান করতে হবে। প্রতিবাদটি ৬ বছরের জন্য আর্কাইভ করা থাকবে।
বিজ্ঞাপন প্রচারের শর্তঃ
সকল বিজ্ঞাপনের মূল্য বিজ্ঞাপন প্রকাশের ২ দিন আগে অগ্রিম প্রদান করতে হবে। বিজ্ঞাপন হিসাবে যে কোন বিজ্ঞাপন সংশ্লিষ্ট ছবি, লেখা, ফ্লাশ ব্যানার অথবা বিজ্ঞাপনের জন্য নির্মিত অডিও/ভিডিও বিজ্ঞাপন হিসাবে প্রচার করা যাবে। বিজ্ঞাপন হিসাবে প্রকাশিতব্য বিজ্ঞাপন সংশ্লিষ্ট ছবি, লেখা, ফ্লাশ ব্যানার অথবা বিজ্ঞাপনের জন্য নির্মিত অডিও/ভিডিও অবশ্যই বিজ্ঞাপনদাতাকে সরবরাহ করতে হবে। তবে বিজ্ঞাপন নির্মাণের জন্য নির্ধারিত চার্জ পরিশোধ করলে আমরা বিজ্ঞাপন তৈরি করে দেই।
বিজ্ঞাপনের জন্য সরাসরি যোগাযোগ করুনঃ
বিজ্ঞাপন বিভাগ
মুঠালাপণী: +88 01776607171