IFIC Bank কাপাসিয়া শাখার ১ বছর পূর্তি ও বাংলা নববর্ষ উদযাপন

ডেশজুড়ে ডেস্কঃ  আই এফ আই সি ব্যাংক লিমিটেডে কাপাসিয়া শাখার ১ বছর পূর্তি  ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে পিঠা উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ জিয়াউর রহমান, হেড অব ব্র্যাঞ্চ ওপারেশন রেজাউল ইসলাম (রাজু) সহ অন্যান্য কর্মকর্তারা এবং ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ জিয়াউর রহমান গ্রাহদের সাথে ব্যাংক এর  সুবিধা-অসুবিধা, বিগত বছরের সাফল্য ব্যর্থতা এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ব্যাংকটি অত্যন্ত বিচক্ষনতার সাথে গ্রাহকদেরকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

এই স্বল্প সময়ের মধ্যেই ব্যাংকটির আর্থিক ভিত অত্যন্ত সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। দক্ষ জনবল, বিজ্ঞ পর্ষদ এবং সময়োপযোগী নীতিমালা প্রনয়ণ এবং তা বাস্তবায়নের জন্য ব্যাংকের গ্রাহক সংখ্যা এবং ব্যবসার পরিধি ক্রমে বিস্তার লাভ করছে।