ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

পাঁচ লাখ ২০ হাজার টাকায় বিক্রি সেই কালো পোয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:১১ পূর্বাহ্ন, সোমাবার, ২৩ অগাস্ট ২০২১
  • / ২৪ বার পড়া হয়েছে
দেশ জুড়ে অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়া ২৭ কেজি ওজনের কালো পোয়া মাছটি ৫ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২১ আগস্ট) ভোরে নাফ নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে শাহপরীর দ্বীপে মিস্ত্রি পাড়ার শাহ আলমের জালে মাছটি ধরা পড়ে।
শাহ আলম বলেন, শুক্রবার সকালে কয়েকজন জেলে নিয়ে আমার ইঞ্জিনচালিত বোট নিয়ে সাগরে মাছ ধরতে যাই। শনিবার সকালে জাল তোলার পর দেখতে পাই বড় পোয়া মাছ। মাছটি কক্সবাজার আড়তে নিয়ে গেলে সিরাজ নামে এক ব্যবসায়ী পাঁচ লাখ ২০ হাজার টাকায় কিনে নেন। তিনি আরও বলেন, মাছটি পুরুষ হওয়ায় দাম বেশি পাওয়া গেছে। মার্চে এক মণ ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছিল। সেটি নারী হওয়ায় ওজন বেশি সত্ত্বেও আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে আরও একটি বড় পোয়া মাছ ধরা পড়ায় অনেক খুশি লাগছে। সাবরাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হক জানান, নৌকার মালিক শাহ আলম আমার নিকটাত্মীয় ও প্রতিবেশী। তার নৌকায় জেলেদের জালে ধরা পড়া পোয়া মাছটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়টি আমিও নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ উপকূলে প্রতিবছর দু-চারটা এ ধরনের বড় পোয়া মাছ ধরা পড়ে জেলেদের জালে। পোয়া মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোয়া মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটির কদর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
দেশ জুড়ে

Zahid Miya

দেশজুড়ে.কম বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশই আমাদের প্রথম লক্ষ্য
ট্যাগস :

Categories

পাঁচ লাখ ২০ হাজার টাকায় বিক্রি সেই কালো পোয়া

আপডেট সময় : ০৪:০৭:১১ পূর্বাহ্ন, সোমাবার, ২৩ অগাস্ট ২০২১

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়া ২৭ কেজি ওজনের কালো পোয়া মাছটি ৫ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২১ আগস্ট) ভোরে নাফ নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে শাহপরীর দ্বীপে মিস্ত্রি পাড়ার শাহ আলমের জালে মাছটি ধরা পড়ে।
শাহ আলম বলেন, শুক্রবার সকালে কয়েকজন জেলে নিয়ে আমার ইঞ্জিনচালিত বোট নিয়ে সাগরে মাছ ধরতে যাই। শনিবার সকালে জাল তোলার পর দেখতে পাই বড় পোয়া মাছ। মাছটি কক্সবাজার আড়তে নিয়ে গেলে সিরাজ নামে এক ব্যবসায়ী পাঁচ লাখ ২০ হাজার টাকায় কিনে নেন। তিনি আরও বলেন, মাছটি পুরুষ হওয়ায় দাম বেশি পাওয়া গেছে। মার্চে এক মণ ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছিল। সেটি নারী হওয়ায় ওজন বেশি সত্ত্বেও আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে আরও একটি বড় পোয়া মাছ ধরা পড়ায় অনেক খুশি লাগছে। সাবরাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হক জানান, নৌকার মালিক শাহ আলম আমার নিকটাত্মীয় ও প্রতিবেশী। তার নৌকায় জেলেদের জালে ধরা পড়া পোয়া মাছটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়টি আমিও নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ উপকূলে প্রতিবছর দু-চারটা এ ধরনের বড় পোয়া মাছ ধরা পড়ে জেলেদের জালে। পোয়া মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোয়া মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটির কদর রয়েছে।