খুলনায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০১:০১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
- / ২৬৪ বার পড়া হয়েছে

শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনা মহানগরীর খালিশপুরে নিউজপ্রিন্ট মিলের অভ্যন্তরে দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মো. ইমরান।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ইমরান নগরীর খালিশপুরের আলমনগর এলাকার মো. মনিরের পুত্র।
স্থানীয় সূত্র জানান, ইমরান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। এ সময় দেয়াল ধসে তার মুখের ওপর পড়ে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।