ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল চালকের সহকারীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:২১ অপরাহ্ন, সোমাবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৬৮ বার পড়া হয়েছে
দেশ জুড়ে অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মাতুয়াইল এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে বাসচালকের সহকারীর। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁর লাশ নিয়ে গেছেন স্বজনেরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের সুপারভাইজার মনিরুজ্জামান (৩৫)।

মারা যাওয়া চালকের সহকারীর নাম আবদুল কুদ্দুস (৪৫)। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবীয়াবাজ গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও দুটি কন্যাসন্তান আছে।

আহত সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, তাঁরা চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন। ভোর সাড়ে চারটার দিকে বাসটি যখন মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে আসে, তখন বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি ও তাঁর বাসের হেলপার কুদ্দুস আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কুদ্দুস মারা যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম আজিজুল হক বলেন, দুর্ঘটনার কবলে পড়া বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে উভয় পরিবহনের চালকই পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
দেশ জুড়ে

Zahid Miya

দেশজুড়ে.কম বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশই আমাদের প্রথম লক্ষ্য
ট্যাগস :

Categories

বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল চালকের সহকারীর

আপডেট সময় : ০৭:৩৯:২১ অপরাহ্ন, সোমাবার, ৯ সেপ্টেম্বর ২০১৯

ঢাকার মাতুয়াইল এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে বাসচালকের সহকারীর। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁর লাশ নিয়ে গেছেন স্বজনেরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের সুপারভাইজার মনিরুজ্জামান (৩৫)।

মারা যাওয়া চালকের সহকারীর নাম আবদুল কুদ্দুস (৪৫)। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবীয়াবাজ গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও দুটি কন্যাসন্তান আছে।

আহত সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, তাঁরা চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন। ভোর সাড়ে চারটার দিকে বাসটি যখন মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে আসে, তখন বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি ও তাঁর বাসের হেলপার কুদ্দুস আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কুদ্দুস মারা যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম আজিজুল হক বলেন, দুর্ঘটনার কবলে পড়া বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে উভয় পরিবহনের চালকই পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।