ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

প্রি-পেইড মিটার বন্ধে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৬৩ বার পড়া হয়েছে
দেশ জুড়ে অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে এলাকাবাসী। পল্লী বিদ্যুৎ সমিতির ১১ হাজার প্রি-পেইড মিটার সরিয়ে নেয়া এবং নতুন করে এসব মিটার স্থাপন না করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়।

রোববার দুপুরে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক ঐক্য পরিষদ। সমাবেশ শেষে শহরের পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে বিক্ষোভকারীরা সরে আসেন।

এর আগে প্রি-পেইড মিটার সরিয়ে নিতে বেশ কয়েকবার আন্দোলন করেছে এই সংগঠন। ১০ জুলাইয়ের মধ্যে প্রি-পেইড মিটার সরিয়ে না নিলে কঠোর আন্দোলনের ডাক দিয়ে আলটিমেটাম দিয়েছিল সংগঠনটি। তারই অংশ হিসেবে আজ এ কর্মসূচি পালিত হয়।

সচেতন নাগরিক ঐক্যের আহ্বায়ক ফরহাদ হোসেন আবির বলেন, ব্যবহৃত রিডিংয়ের তুলনায় গ্রাহকদের অতিরিক্ত খরচ বহনকারী ভৌতিক এই প্রি-পেইড মিটার বন্ধের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব এসব প্রি-পেইড মিটার সরিয়ে নেয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
দেশ জুড়ে

Zahid Miya

দেশজুড়ে.কম বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশই আমাদের প্রথম লক্ষ্য

Categories

প্রি-পেইড মিটার বন্ধে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

আপডেট সময় : ১০:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

মুন্সীগঞ্জে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে এলাকাবাসী। পল্লী বিদ্যুৎ সমিতির ১১ হাজার প্রি-পেইড মিটার সরিয়ে নেয়া এবং নতুন করে এসব মিটার স্থাপন না করার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়।

রোববার দুপুরে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক ঐক্য পরিষদ। সমাবেশ শেষে শহরের পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে বিক্ষোভকারীরা সরে আসেন।

এর আগে প্রি-পেইড মিটার সরিয়ে নিতে বেশ কয়েকবার আন্দোলন করেছে এই সংগঠন। ১০ জুলাইয়ের মধ্যে প্রি-পেইড মিটার সরিয়ে না নিলে কঠোর আন্দোলনের ডাক দিয়ে আলটিমেটাম দিয়েছিল সংগঠনটি। তারই অংশ হিসেবে আজ এ কর্মসূচি পালিত হয়।

সচেতন নাগরিক ঐক্যের আহ্বায়ক ফরহাদ হোসেন আবির বলেন, ব্যবহৃত রিডিংয়ের তুলনায় গ্রাহকদের অতিরিক্ত খরচ বহনকারী ভৌতিক এই প্রি-পেইড মিটার বন্ধের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব এসব প্রি-পেইড মিটার সরিয়ে নেয়া হোক।