উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নিয়মিত ভাবে চলছে ইউনিয়ন সমাজসেবার কার্যক্রম।
বগুড়া শাজাহানপুর উপজেলা প্রতিনিধি।
বগুড়া শাজাহানপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মাসে চার(০৪)দিন প্রতি সপ্তাহে এক(০১)দিন সুন্দর ভাবে প্রতি বুধবার দিন চলে শাজাহানপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আড়িয়া ইউনিয়ন পরিষদে সমাজসেবার সকল কার্যক্রম।
আজ আমি আড়িয়া ইউনিয়ন পরিষদে টি.সি.বি পূন্য বিতারণের নিউজ করতে এসে দেখি উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক ও আড়িয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপাপ্ত ফিল্ড কর্মকর্তা মোঃরাশেদুল হাসান ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী.বয়স্ক.বিধবা নতুন-পুরাতন লোকদের বিভিন্ন ভাবে সেবা দিচ্ছেন আড়িয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ সুন্দর ভাবে সেবা নিচ্ছেন।এসময় পরিদর্শন করছেন জনাব আতিকুর রহমান চেয়ারম্যান ৪নং আড়িয়া ইউনিয়ন পরিষদ শাজাহানপুর বগুড়া।
উপস্থিত ছিলেন তাজুল ইসলাম ০৫নং ওয়ার্ড সদস্য আড়িয়া ইউঃ পিঃ
আব্দুুল বাসেদ (রন্জু) ০২নং ওয়ার্ড সদস্য আড়িয়া ইউঃ পিঃ
ওবাইদুল রহমান ০৭নং ওয়ার্ড সদস্য আড়িয়া ইউনিয়ন পরিষদ শাজাহানপুর বগুড়া।আরো উপস্থিত ছিলেন বাহারাম বাদশা সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ খরনা ইউনিয়ন শাখা শাজাহানপুর বগুড়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ.প্রমুখ।